মেয়েদের জিন্স প্যান্ট ও স্কার্ট পরা নিষিদ্ধ করেছে ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামের পঞ্চায়েত কমিটি। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গ্রামটির ছেলেরা এখন থেকে হাফ প্যান্ট এবং মেয়েরা স্কার্ট ও জিন্স পরতে পারবে না।
রাজ্যের মুজাফফরনগর জেলার পিপালশাহ গ্রামের ক্ষত্রিয় পঞ্চায়েত এমন সিদ্ধান্ত জানিয়েছে। তারা জানিয়েছে, গ্রামের তরুণ-যুবকরা এখন থেকে আর হাফ প্যান্ট এবং শর্টস পরতে পারবে না। আর মেয়েরা স্কার্ট এবং জিন্স পরতে পারবে না।
আরও পড়ুনঃ ছেলেকে ২৮ বছর ঘরে আটকে রাখেন মা, পড়ে গেছে সব দাঁত
আর কেউ যদি এই নিয়ম অমান্য করে তবে তাকে সামাজিকভাবে বর্জন করা হবে বলে জানিয়েছে পঞ্চায়েত। এক ডজনের বেশি গ্রামের ক্ষত্রিয় সম্প্রদায়ের সদস্যরা পঞ্চায়েতের ওই বৈঠক যোগ দেন। এই পঞ্চায়েতের সভাপতিত্ব করা ঠাকুর পুরান সিং বলেছেন, যখন ঐতিহ্য এবং সংস্কৃতি ধ্বংস করা হয়, তখন সমাজও ধ্বংস হয়ে যায়।
আরও পড়ুনঃ সাতক্ষীরায় অদ্ভুত কাণ্ড, গাছের ডালে ডালে ঝুলছে সাপ
তিনি বলেন, কোনও সংস্কৃতি ধ্বংস করার জন্য বন্দুকের দরকার নেই। একটি ঐতিহ্য থেকে বিচ্যুতি ঘটলে সংস্কৃতি নিজেই ধ্বংস হয়ে যাবে। আজ থেকে কোনও যুবক বা পুরুষকে হাফ প্যান্ট বা শর্টস পরতে পারবে না। কেউ যদি পঞ্চায়েতের আদেশ অমান্য করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।
এ