নাটোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাশেদুন নবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের একটি রুম তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী রুম পরিষ্কার করতে গিয়ে ওই রুম বন্ধ পান। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেলে পুলিশকে খবর দেন তিনি।
পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
বাগাতিপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাশেদুন নবী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হবে।
আর/এসএস