ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

শ্রীলঙ্কার পতাকা দিয়ে বিকিনি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৫ মার্চ ২০২১ , ০১:০৭ পিএম


loading/img
আরটিভি নিউজের সংগৃহীত ছবি

রিটেইল জায়ান্ট অ্যামাজনকে তাদের সাইট থেকে শ্রীলঙ্কার জাতীয় পতাকা সম্বলিত বিকিনি এবং মাদুরের ছবি সরিয়ে ফেলতে বলেছে দেশটি। চীনের তৈরি পণ্যের বিরুদ্ধে প্রতিবাদের ঠিক দু’দিন পর রোববার এ কথা জানায় দেশটি। 

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা বরাবরই তাদের জাতীয় পতাকা এবং বৌদ্ধ প্রতীকগুলোর অপব্যবহার নিয়ে অত্যন্ত সংবেদনশীল। এক বিবৃতে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে অ্যামাজনের কাছে প্রতিবাদ জানিয়েছে এবং এমন পণ্য উৎপাদন ও বিক্রয় বন্ধের বিষয়টিও নিশ্চিত করতে বলেছে।

চীনের শ্রীলঙ্কা দূতাবাস জানায়, যে সংস্থাটি অ্যামাজনের এমন পণ্য বাজারজাত করেছিল, তাদের দূতাবাসের পক্ষ থেকে শ্রীলঙ্কার পতাকা ব্যবহার করে মাদুর কিংবা এই জাতীয় কোনও পণ্য বিক্রি বন্ধ করার অনুরোধ করা হয়েছিল।

বিজ্ঞাপন

তবে, শ্রীলঙ্কার হস্তক্ষেপের দু'দিন পরেও কয়েক ডজন খুচরা বিক্রেতা পতাকা সম্বলিত বিভিন্ন পণ্য বিক্রি করছিলেন।

অ্যামাজনের বেশ কয়েকটি চীনা বিক্রেতা ১০ ডলার থেকে ২৪ ডলার পর্যন্ত ‘নন-স্লিপ ডোরমেট’ এবং সিংহ-মুদ্রিত ব্রিফ এবং বিকিনি ৯ দশমিক ২ ডলার থেকে ১৭ দশমিক ৩০ ডলারে বিক্রি করছে।

এ বিষয়ে এক ফেসবুক ব্যবহারকারী বলেছেন, চীনারা এভাবেই শ্রীলঙ্কাকে দেখে। চীন থেকে নেওয়া শ্রীলঙ্কার বিশাল ঋণের আলোকে কয়েকজন উল্লেখ করেন ভবিষ্যতের সম্পর্ক কেমন হতে পারে তারই ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা। কেউ কেউ ব্যঙ্গাত্মকভাবে বলেন, ঋণ পরিশোধে অক্ষম হলে তারা অবশ্যই টয়লেট পেপারে আমাদের পতাকা মুদ্রণ করবে।

বিজ্ঞাপন

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, শ্রীলঙ্কার তোপের মুখে পড়ে পণ্যের তালিকা থেকে ওসব পণ্য সরিয়ে ফেলেছে অ্যামাজন।

সূত্র : বিজনেস টুডে

আরও পড়ুন...
নিষিদ্ধ সিনেমা মেকআপ'র ট্রেলার প্রকাশ (ভিডিও)

টিএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |