মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় একটি বেসরকারি কোম্পানির পার্টিতে গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৩ জন।
পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, শিকাগোতে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানানো হয়েছে। বেসরকারি একটি কোম্পানিতে ওই পার্টির আয়োজন করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে অবস্থিত ওই কোম্পানির লোকজন পার্টিতে বেশ আনন্দ ফুর্তি করছিলেন। কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
কী কারণে ওই পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এই ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বন্দুকধারীদের গুলিতে হতাহত ব্যক্তিদের বয়স ২০ থেকে ৪৪ বছর। ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত করেননি ওই পুলিশ কর্মকর্তা।
সূত্র : এবিসি নিউজ
টিএস