খনন না করায় জয়পুরহাটের চারটি নদী পরিণত হয়েছে বালুচরে। একসময়ের প্রমত্তা এসব নদীর তলদেশে হচ্ছে ফসলের চাষাবাদ। পানি না থাকায় বেকার হয়ে পড়েছেন জেলেরা। জমিতে ভূগর্ভস্থ পানি ব্যবহার করায় বাড়তি খরচ গুনতে হচ্ছে নদীপাড়ের কৃষকদের।
ছোট যমুনাসহ চারটি নদী এখন অস্তিত্ব সংকটে। দখল, দূষণ আর নাব্যতা সংকটে বালুচরে পরিণত হয়েছে এসব নদী। তলদেশে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। মৌসুমের শুরুতেই নদীতে পানি না থাকায় মৎস্যজীবীরা এখন বেকার।
তলদেশে জেগে ওঠা চর দখল করে ধান চাষাবাদ করছেন স্থানীয় প্রভাবশালীরা। অথচ পানি না থাকায় জমিতে বাড়তি খরচে ভূগর্ভস্থ পানি ব্যবহার করতে হচ্ছে নদীপাড়ের কৃষকদের।
তবে নদী খনন এবং দখলমুক্ত করতে উদ্যোগ নেয়ার কথা জানান, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। এক সময়ে প্রমত্তা এসব নদীর নাব্যতা ফিরিয়ে আনতে, কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান, জয়পুরহাটবাসী।
আর/এসএস