মার্কিন যুক্তরাষ্ট্রে এশীয়দের প্রতি বিদ্বেষমূলক আচরণের কথা সামনে আসতে শুরু করেছে ইদানিং। দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বন্দুক হামলায় ছয় এশীয় নারী নিহতের ঘটনার পর এ অভিযোগ আরও পোক্ত হয়ে উঠেছে।
এমন অবস্থায় শনিবার জর্জিয়ার ক্যাপিটল বিল্ডিং এলাকায় সমবেত হয়ে ১৬ মার্চ আটলান্টায় প্রাণহানির ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে আওয়াজ তোলে শত শত মানুষ।
এ সময় তারা যুক্তরাষ্ট্রে বসবাসরত এশীয় কমিউনিটিসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ও বর্ণবাদী আচরণ বন্ধের আহ্বান জানায়।
এদিন বিক্ষোভকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, বিদ্বেষ একটি ভাইরাস, এশীয়দের প্রতি বিদ্বেষ থামাও, আমি আপনার মডেল সংখ্যালঘু নই প্রভৃতি।
এশিয়ান-আমেরিকানদের প্রতি বৈষম্য বন্ধে উদ্যোগী হতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় বিক্ষোভকারীরা।
এদিকে শুক্রবার আটলান্টায় পৌঁছে এশিয়ান-আমেরিকান কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠকের পর এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সূত্র : আল জাজিরা।
টিএস