ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

শাহিন-১ মিসাইলের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৭ মার্চ ২০২১ , ১১:২১ পিএম


loading/img
ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান আরও একটি নতুন ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। নতুন এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য শাহিন-ওয়ান এ নামের এ ক্ষেপণাস্ত্রটি ৯০০ কিলোমিটার বা ৫৫০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ শি জিনপিং পুতিনসহ ৪০ নেতাকে আমন্ত্রণ জানালেন বাইডেন

দেশটির সেনাবাহিনী শুক্রবারে এক বিবৃতিতে জানায়, ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন নকশা ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করে দেখতেই এই পরীক্ষা চালানো হয়।  

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খান ও দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছেন।

এর আগে, গত মাসে দেশটির সেনাবাহিনী সফলভাবে বাবুর ক্রুজ-আইএ নামে ব্যালিস্টিক মিসাইল এর সফল পরীক্ষা চালায়। স্বল্প-পরিসরের ওই ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমটিার দূরে ভূমি থেকে ভূমিতে কিংবা সমুদ্রে থাকা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। ডন

টিএস/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |