ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মক্কার গ্র্যান্ড মসজিদে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৩ এপ্রিল ২০২১ , ০৮:৫২ এএম


loading/img
ফাইল ছবি

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদে একটি ছুরিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি এসময় সন্ত্রাসী গ্রুপগুলোর সমর্থনে স্লোগানও দেয়। মঙ্গলবার আছর নামাজের পর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

বিজ্ঞাপন

মক্কা পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে দ্য ন্যাশনাল জানিয়েছে, মসজিদের নিরাপত্তা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এখন তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে হামলা, নিহত ২

হেড অব প্রেসিডেন্সি ফর দ্য টু হলি মস্কস-র শেখ আব্দুল রহমান আল সুদাইস বলেছেন, বর্ণবাদী ভাষা প্রয়োগ ইসলামি শিক্ষা অংশ নয়। তিনি বলেন, ওই ব্যক্তি এই স্থানের পবিত্রতার প্রতি সম্মান দেখায়নি। আল্লাহ গ্র্যান্ড মসজিদকে নামাজ, তাওয়াফ এবং হজের জন্য ইবাদতের স্থান হিসেবে নির্ধারণ করেছেন।

এদিকে এ ঘটনায় কেউ আহত হয়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |