ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে বিশেষ নিরাপত্তায় ২২ জেএমবি’র হাজিরা

আরটিভি অনলাইন রিপোর্ট, সিরাজগঞ্জ

সোমবার, ১০ এপ্রিল ২০১৭ , ০৩:৩৯ পিএম


loading/img

কারাগারে থাকা ২২ জেএমবি সদস্যের হাজিরাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ আদালত পাড়ায় বিশেষ নিরাপত্তায় ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

বিজ্ঞাপন

বিশেষ নিরাপত্তায় সোমবার সকালে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী জেএমবি সদস্যকে আদালতে আনা হয়। 

এদের মধ্যে ৫ নারীসহ ১৫ জন সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে এবং বাকি ৭ জন জেলা ও দায়রা জজ আদালতে তাদের নিয়মিত হাজিরা দেন। 
হাজিরা শেষে তাদের বিশেষ পাহারায় পুনরায় জেলা কারাগারে নেয়া হয়।

বিজ্ঞাপন

 ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ সর্তক নিরাপত্তা গ্রহণ করা হয়। 
তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে আদালত পাড়ায় সাধারণ লোকজনকে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |