ঢাকামঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

‘স্ত্রীও স্বামীকে মৌখিক তালাক দিতে পারবে’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৪ এপ্রিল ২০২১ , ০২:৫১ পিএম


loading/img
সংগৃহীত

মুসলিম পুরুষরা যেমন মৌখিকভাবে তাদের স্ত্রীদের তালাক দিতে পারে। তেমন অধিকার নারীদেরও রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের কেরালা রাজ্যের হাইকোর্ট। মৌখিকভাবে তালাক দেয়াকে ‘খুলা তালাক’ বলে।কেরালা হাইকোর্ট বলছে, কোনও নারী যদি এভাবে তালাক দিতে চায় তাহলে তা বৈধ। বিচারপতি এ মুহাম্মদ মুস্তাক এবং বিচারপতি সিএস দিয়াস এমন রায় দিয়েছেন। তারা জানিয়েছেন, এ ধরনের তালাক মুসলিম নারীরাও দিতে পারবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন... করোনায় যে কারণে দেহব্যবসায় ঝুঁকছেন শিক্ষার্থীরা

এসময় তারা ১৯৭২ সালের একটি রায়ের সমালোচনাও করেন। যেখানে বলা হয়েছে, ওই রায়ে মুসলিম নারীদের এমন অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এটা ভালো আইন বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

১৯৭২ সালের ওই রায়ে বলা হয়, একজন মুসলিম নারী আইনি প্রক্রিয়ার বাইরে তার স্বামীকে তালাক দিতে পারবেন না। একই সঙ্গে বলা হয়, ১৯৩৯ সালের মুসলিম বিবাহ আইন অনুযায়ী, এ ধরনের কোনও কিছু করতে হলে তাকে আদালতের দ্বারস্থ হতে হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিভিন্ন আদালত নারীর অধিকার রক্ষায় বিশেষ করে তালাক নিয়ে ঐতিহাসিক কিছু রায় দিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ২০১৭ সালে ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক দেশটিতে তিন তালাক প্রথা নিষিদ্ধ করা।

আরও পড়ুনঃ পুলিশের হাতে ধরা পড়লেন কাবিলা

এ                                                                              

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |