পাকিস্তানের দু’জন মেরিন কমান্ডোকে বাঁচালেন ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা। বুধবার গুজরাট উপকূলে ভারতীয় জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবে গিয়েছিল পাকিস্তানি কমান্ডোদের বহনকারী নৌকাটি।
এ সময় নৌকাটিতে ৬ জন পাকিস্তানি কমান্ডো ছিলেন। এর মধ্যে ৩ জন ডুবে মারা যায়, ১ জনের খোঁজ নেই। নিহত কমান্ডোদের মরদেহ উদ্ধারের পর পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। খবর এনডিটিভি।
জানা গেছে, গুজরাট উপকূলে ৭টি নৌকা নিয়ে মাছ ধরছিল জেলেরা। এসময় পাকিস্তানি নৌকাটি জেলেদের তাড়া করলে জেলেরা পাল্টা তাড়া করে ভারতীয় জেলেরা। এতে ডুবে যায় পাকিস্তানি নৌকাটি। এ সময় ভারতীয় কোস্টগার্ডের জাহাজ অরিঞ্জয় ঘটনাস্থলে ছুটে যায়। পাক নৌবাহিনী ২ কমান্ডোকে উদ্ধার করে এবং তাদের প্রাথমিক চিকিৎসা করে ফিরিয়ে দেয়া হয়। পরে পাকিস্তানও ভারতীয় মৎস্যজীবীদের ছেড়ে দেয় বলে জানা গেছে।
এ ঘটনা এমন সময় ঘটল যখন ভারতের নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণ যাদবের ফাঁসির রায় নিয়ে পাকিস্তানের সঙ্গে দেশটির বিরোধ চলছে। যাদবকে গুপ্তচরবৃত্তির অভিযোগ মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।
এপি/সি