ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মঙ্গল শোভাযাত্রা করবে না আ. লীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ , ০৯:৪৩ পিএম


loading/img

এ বছর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করবে না। জানালেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, জনগণের যাতে ভোগান্তি পোহাতে না হয়, সেজন্য শোভাযাত্রা বাতিল করা হয়েছে। জনগণের ভোগান্তি হয় এমন র‌্যালি করার পক্ষে আমরা নই।

বিজ্ঞাপন

দলের সভাপতি জনগণের ভোগান্তি হবে বলে তার সংবর্ধনার বাতিল করেছেন। একই কারণে আমরা নববর্ষের শোভাযাত্রাও বাতিল করেছি।

তবে গণভবনে বৈশাখী উৎসব পালিত হবে বলেও জানান তিনি। 

ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবছর পহেলা বৈশাখে পুরান ঢাকা থেকে শোভাযাত্রা হতো এতদিন। ওই শোভাযাত্রায় কেন্দ্রীয় নেতারাও অংশ নিতেন।

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |