• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

সময় প্রায় শেষ, ৫৩ নাবিককে বাঁচাতে বিমান পাঠালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ এপ্রিল ২০২১, ১৬:৫৩
US joins race to find stricken Indonesia submarine
সংগৃহীত ছবি

৭২ ঘণ্টা ফুরোতে আর বেশি সময় নেই। এর মধ্যেই যদি খুঁজে না পাওয়া যায় শেষ হবে তরতাজা ৫৩টি প্রাণ। তাই এবার ইন্দোনেশিয়ার নিখোঁজ হওয়া সাবমেরিন খুঁজতে এগিয়ে এলো যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বালি দ্বীপের উত্তরে মহড়ার সময় ৫৩ আরোহীসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিনের সন্ধানে বিমান সহায়তা পাঠিয়েছে।

এর আগে বুধবার থেকে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন কেআরআই নাংগালা-৪০২ যদি কোনো দুর্ঘটনায় নাও পড়ে, তাও এর নাবিকদের জন্য মজুদ থাকা অক্সিজেন শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি বলে অনুমান কর্তৃপক্ষের।

জীবিত উদ্ধারের চেষ্টায় শুক্রবার সকাল থেকে এক হাজার ৩৯৫ টন ওজনের সাবমেরিনটির খোঁজে তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

এদিকে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ সমুদ্রের একটি স্থানে ৫০ থেকে ১০০ মিটার গভীরে ভাসমান একটি বস্তু শনাক্ত হয়েছে বলে বৃহস্পতিবার রাতে জানায়; বস্তুটি নিখোঁজ কেআরআই নাংগালা-৪০২ হতে পারে এ আশায় সেখানে বিশেষ জাহাজ পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কেন্দ্র পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সরকারের অনুরোধে তারা অনুসন্ধান তৎপরতায় সহযোগিতা করছেন। সূত্র : বিবিসি

টিএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়