দেশে সাংস্কৃতির বিপ্লবের জন্য ফের নতুন করে সংগ্রাম করতে হবে। বললেন ছায়ানটের সভাপতি সানজীদা খাতুন।
শুক্রবার সকালে রমনা বটমূলে বাংলা ১৪২৪কে স্বাগত জানিয়ে দেয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।
সনজীদা খাতুন বলেন, আমাদের ফের স্বাধীনতার সংগ্রাম করতে হবে। আর সেটা নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে। সংস্কৃতির নতুন এ স্বাধীনতা সংগ্রামের জন্য দেশের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ধর্ম ব্যবসায়ীরা টাকার বিনিময়ে মানুষ কিনছে। এটি দেশের সংস্কৃতির জন্য বড় বিপদের কথা। সংস্কৃতি কর্মীদের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে যেতে হবে।
ছায়ানটের সভাপতি আরো বলেন, কথা দিয়ে মানুষ কেনা যায় না। আমাদের তেমন অর্থ নেই কাউকে কেনার মত। তাই গান কবিতা নাটকের মাধ্যমে মানুষকে কাছে টানতে হবে। সাধারণ মানুষের কাছে না পৌঁছালে দেশ আলোকিত করা সম্ভব হবে না।
সানজিদা খাতুন বলেন, দেশের তরুনরা আজ ইন্টারনেটের প্রতি ঝুঁকছে। তাই সংস্কৃতিকর্মীদের অর্জন ও তাদের কর্মগুলো ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সংস্কৃতি দেখতে পারবে। তারাও জানতে পারবে, বলতে পারবে আমাদের কিছু রয়েছে।
এইচটি/ এমকে