ভিক্ষুক ভেবে টাকা দেয়ার পর প্যান্টের চেইন খুললো যুবক
সাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। তাকে ভিক্ষুক ভেবে টাকা দান করেছিলেন ২৩ বছরের এক তরুণী। কিন্তু ওই টাকা পেয়ে সঙ্গে সঙ্গে প্যান্টের চেইন খুলে ফেলে ওই যুবক। এমন ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়।
কোটা বারু জেলার পুলিশ প্রধান অ্যাসিস্টেন্ট কমিশনার আব্দুল রহিম দাউদ বলেন, ওই নারী তার মোটরসাইকেল পার্ক করেন। এরপর তিনি জালান তামান লিমাউ মানিসে নিজের কর্মক্ষেত্রে যাওয়ার প্রস্তুতি নেন।
আরও পড়ুন...পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় আসছেন মমতা ব্যানার্জী
ওই নারী বলেন, আমি মোটরসাইকেল পার্ক করার সময় ওই ব্যক্তি আমার দিকে এগিয়ে আসে। আমি তাকে ভিক্ষুক মনে করে তাকে ১ রিঙ্গিত দেই। টাকা নেয়ার পর ওই ব্যক্তি হঠাৎ করে তার প্যান্টের চেইন খুলে তার গোপনাঙ্গ দেখায়।
দাউদ বলেন, এ ঘটনায় কোটা বারু জেলা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন ওই নারী। পুলিশ ওই এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে। দাউদ বলেন, সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।
এ
মন্তব্য করুন