মঙ্গলগ্রহে সফলভাবে অবতরণ করল চীনা নভোযান। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে এই অন্যন্য কীর্তির গড়ল চীন। অগ্নিবিদ্যার এক পৌরাণিক নাম অনুসারে মঙ্গলযানটির নাম ‘ঝুরং’ দেয়া হয়েছে।
শনিবার (১৫ মে) চীনা স্থানীয় সময় সকালে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করে ছয় চাকার ওই বিশেষ নভোযানটি।
শিনহুয়া নিউজ এজেন্সির কাছে অবতরণের বিষয়টি জানিয়েছে চীনা মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মঙ্গলে পৌঁছায় ঝুরং। অবশেষে ১৫ মে কয়েকটি ধাপে এটি সফলভাবে অবতরণ করে মঙ্গলের উত্তর মেরু অঞ্চলে।
অন্তত ৯০টি মঙ্গল দিবসে সেখানে ঘুরে বেড়াবে মঙ্গলযানটি। এই দীর্ঘ সময়ে নানা নমুনা সংগ্রহ করবে সেটি। খতিয়ে দেখবে মঙ্গলপৃষ্ঠের গঠন।
ওয়াই