বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রায় ১শ’ কোটি টাকার ৮ একর জমি দখল করে তৈরি করা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে উচ্ছেদ অভিযান। রেলওয়ে পূর্বাঞ্চল এর ভূ-সম্পত্তি কর্মকর্তা ইসরাত রেজা এ অভিযানের নেতৃত্ব দেন।
ইসরাত রেজা আরটিভি অনলাইনকে বলেন, কোতোয়ালি ও সদরঘাট থানায় অবস্থিত রেলওয়ে পূর্বাঞ্চলের ১শ’ কোটি টাকার ৮ একর জমি দখল করে অবৈধ স্থাপনা তৈরি করেছিল স্থানীয়রা। এর মধ্যে বসতবাড়ি ও দোকানও ছিল।
তিনি বলেন, সকাল থেকে দু শতাধিক পুলিশ ও আনসার নিয়ে বুলডোজার ক্রেনের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
রেলওয়ের যেসব জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করছে, সেসব জমি উদ্ধার করার অভিযান চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কে/সি