ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ওড়িশায় একজনের মৃ'ত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৬ মে ২০২১ , ১১:৪৪ এএম


loading/img
সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরে স্থানীয় সময় সকাল ৯টার দিকে আঘাত হেনেছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার। খবর হিন্দুস্তান টাইমসের।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় ইয়াস স্থলভাগে আঘাতের আগেই পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত এবং ধমকা বাতাস বইতে শুরু করে। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ওড়িশায় ইতোমধ্যে একজনের মৃত্যু হয়েছে। রাজ্যের উত্তরাঞ্চলীয় উপকূলে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তারা জানিয়েছে, বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া বিভাগ বলছে, গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুরের মতো উপকূলবর্তী বিভিন্ন জেলায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিবঙ্গের বিভিন্ন জেলাতেও। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |