ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

২০২৩ সালের আগে সৃষ্টি হচ্ছে না নতুন কর্মক্ষেত্র, বেকার হবে আরও কয়েক লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ , ০৯:৩৯ পিএম


loading/img
২০২৩ সালের আগে তৈরি হবে না কাজের বাজার, চাকরি হারাচ্ছেন লাখ লাখ মানুষ

কাজের বাজারে মহামারি করোনার প্রভাব আগামী ২০২৩ সাল পর্যন্ত থাকবে। আর এর ফলে কাজ হারাবেন আরও মানুষ, কমে যাবে কর্মসংস্থান এবং বাড়বে দারিদ্র্য।

বিজ্ঞাপন

বুধবার (২ জুন) এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। গোটা পৃথিবীর যে চিত্র তাদের প্রতিবেদনে ফুটে উঠেছে তা যথেষ্ট আশঙ্কার বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

২০১৯ সালের শেষ দিকে করোনার প্রকোপ শুরু হয়। ২০২০ সালের গোড়ায় তা ব্যাপক চেহারা নেয়। তখন থেকেই কাজের বাজারে মন্দা শুরু হয়েছিল। ইউরোপ, আমেরিকাসহ গোটা পৃথিবীতেই মানুষ কাজ হারাতে শুরু করেন। বিশেষত যারা দিন মজুরের কাজ করেন, তারা সবার আগে কাজ হারান। বেসরকারি ক্ষেত্রে এবং কর্পোরেট সেক্টরেও বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন।

বিজ্ঞাপন

জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালের যেখানে কাজ হারিয়েছিলেন ১৮৭ মিলিয়ন মানুষ, সেখানে ২০২২ সালে ২০৫ মিলিয়ন মানুষ কাজ হারাবেন। ২০২০ এবং ২০২১ সালে সংখ্যাটি এর চেয়ে অনেক বেশি।

জাতিসংঘের ধারণা, ২০২৩ সালের আগে বাজার চাঙ্গা হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ, ওই সময় পর্যন্ত নতুন চাকরির বাজার তৈরি হবে না। হার কমলেও, চাকরি হারাতেই থাকবেন অসংখ্য মানুষ। বাড়বে বেকারত্ব। এবং একই সঙ্গে বাড়বে দারিদ্র্য।

জাতিসংঘের আশঙ্কা, দারিদ্র্যসীমার নীচে নেমে যাবেন বহু মানুষ। তাদেরকে ফের মূলস্রোতে ফিরিয়ে আনতে বহু সময় লেগে যাবে। কারণ, গত কয়েক বছরে যে নতুন চাকরির বাজার তৈরি হয়েছিল, অতিমারির কারণে তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। প্রচুর ছোট ব্যবসা বন্ধ হয়ে গেছে। আগামী কয়েক বছরের মধ্যে তা আবার গড়ে ওঠা কঠিন। সূত্র : ডয়চে ভেলে

বিজ্ঞাপন

টিএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |