ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

বাবার মোবাইল ফোন পেয়ে ১০০ বাটি নুডুলস অর্ডার, যা করলেন বাবা!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৩ জুন ২০২১ , ০৫:৫২ পিএম


loading/img
সংগৃহীত

তিন বছরের এক শিশু ভুল করে ১০০ বাটি নুডুলস অর্ডার করে। বাবার মোবাইল ফোন ব্যবহার করে ওই অর্ডার করে সে। এ ঘটনা ঘটেছে চীনের জিলিনে। খবর মালয় মেইলের।

বিজ্ঞাপন

জানা গেছে, ওই শিশুর বাবা প্রথমে ভেবেছিল তার মেয়ে এতগুলো নুডুলস জিতেছে। কিন্তু মোবাইল ফোন চেক করার পর তার চোখ কপালে উঠে যায়। তিনি দেখেন যে, তার মেয়ে ভুলে ১০০ বাটি নুডুলসের অর্ডার দিয়েছে।

এত বাটি নুডুলস কেন অর্ডার দিয়েছে, জানতে চাইলে তার মেয়ে ভয়ে ভয়ে জানায়, সে ক্ষুধার্ত ছিল। ওই ব্যক্তি একটি ভবনের ১৩ তলায় পরিবার নিয়ে থাকেন। এত বাটি নুডুলস আনতে ডেলিভারি ম্যানের সাতবার আসা-যাওয়া করতে হয়েছে।

বিজ্ঞাপন

পরে ঘরভর্তি নুডুলস বাটিসহ একটি ভিডিও আপলোড করেন ওই ব্যক্তি। এরপর তা ভাইরাল হয়ে যায়। ওই ব্যক্তি জানান, ভাগ্য ভালো যে তার মেয়ে ১০০ বাটি নুডুলস অর্ডার করেছে। যদি সে আরও একটি শূন্য বেশি লিখতো তাহলে আমাদের ঘরে এত নুডুলস রাখার জায়গা হতো না।

পরে ৮ বাটি নুডুলস নিজের পরিবারের জন্য রেখে বাকিগুলো ওই এলাকার পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে বিতরণ করে দেন ওই ব্যক্তি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |