ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি’র সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। বুধবার (৭ জুন) একদিনের তেহরান সফরে আসেন তিনি।
সংক্ষিপ্ত সফরের শুরুতে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাতের পর ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে ইব্রাহিম রায়িসি বলেন, তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে সকল ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ও নিরাপত্তা খাতে সহযোগিতাকে অগ্রাধিকার দেবেন। দু দেশের মাঝে দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষার্থে একটি টেকসই ও স্থিতিশীল অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবেন তিনি।
সাক্ষাতে আফগানিস্তানের চলমান প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়। রায়িসি বলেন, ইরান আফগানিস্তানে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দেখতে চায়।
সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেন, আজ মার্কিনীরাই স্বীকার করতে বাধ্য হচ্ছে যে, ইরান বিরোধী মার্কিন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে এবং ইরানের উন্নতি ও অগ্রগতি ধারাবাহিকভাবে চলছে।
সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি লিখিত বার্তা রায়িসি’কে হস্তান্তর করেন এস. জয়শঙ্কর। সরাসরি বৈঠক করতে সময় দেয়ার জন্য ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান জয়শঙ্কর।
এ সময় তিনি বলেন, ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং নয়াদিল্লি বিভিন্ন ক্ষেত্রে তেহরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে চায়।তিনি আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যায়িত করে বলেন, প্রতিবেশী দেশগুলোর উচিত আফগান সংকট সমাধানে পরস্পরকে সহযোগিতা করা।
এমকে