ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

লা লিগায় রিয়াল-বার্সার জয় (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ৩০ এপ্রিল ২০১৭ , ১০:৩৫ এএম


loading/img

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় এস্পানিওলকে ৩-০ গোলে হারালো বার্সেলোনা। অপর ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ২-১ গোলে।

বিজ্ঞাপন

এস্পানিওলের ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বার্সা। তবে প্রথমার্ধে লক্ষ্যভেদ করতে পারেনি কোনো দল। ৫০ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। ৭৬ মিনিটে ইভান রাকিটিচের গোলে ব্যবধান দ্বিগুণ হয় বার্সার। আর ৮৭ মিনিটে সুয়ারেজ নিজের দ্বিতীয় গোল পূর্ণ করলে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।

অন্য ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২৭ মিনিটে রোনালদোর গোলে লিড নেয় রিয়াল। কিন্তু ৮২ মিনিটে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান ড্যানিয়েল পারেজো। এর ৪ মিনিট পরেই মার্সেলো গোল করলে ২-১ গোলের জয় পায় হোয়াইট ডেভিলসরা।

বিজ্ঞাপন

লা লিগায় এস্পানিওলের বিপক্ষে জয় দিয়ে ৩৫ ম্যাচ খেলে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইলো বার্সেলোনা। আর তাদের চেয়ে ১ ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকলো রিয়াল।

 

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |