ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

জাপান যাচ্ছেন অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০২ মে ২০১৭ , ০৬:১৩ পিএম


loading/img

এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি’র ৫০তম বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে মঙ্গলবার রাত জাপান যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাত ১১টা ৫৫ মিনিটে তিনি বাংলাদেশ ছাড়তে পারেন।

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সভায় এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অর্থমন্ত্রীর আলাদা বৈঠক হবার কথাও রয়েছে।

বিশ্বের তিন হাজারেরও বেশি প্রতিনিধি এ সভায় যোগ দিচ্ছেন। ৫০ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক সভার উদ্বোধনী দিনে একটি বিশেষ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। এ ছাড়াও আইএমএফের সঙ্গে যৌথভাবে একটি সেমিনার হবে।

৫০ তম এ সভার মূল প্রতিপাদ্য হচ্ছে- এশিয়ার সমৃদ্ধি সবাই মিলে নির্মাণ করা। জাপানের শিল্পনগরী ইয়োকোহামায় আসছে ৪ থেকে ৭ মে পর্যন্ত সভাটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সভায় বর্তমান উন্নয়ন চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আলোচনা করবে এশিয়ার দেশগুলো। এশিয়ার ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো কীভাবে আরো অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে পারে তার উপায় খোঁজা হবে এ সভায়। নতুন বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো-এসডিজি অর্জনে দেশগুলো কীভাবে কাজ করতে পারে, তা নিয়েও আলোচনা হতে পারে।

বিজ্ঞাপন

পাশাপাশি এশিয়ার অবকাঠামো উন্নয়নও বিশেষ গুরুত্ব পাবে। এ খাতে বিনিয়োগের ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কীভাবে অধিকতর ফলপ্রসূ হতে পারে, তা নিয়ে আলোচনা হবে।

এমসি/কে/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |