রাজধানীর মহাখালী ডিওএইচএস আবাসিক এলাকা থেকে একটি পরিত্যক্ত মার্সিডিজ জিপ উদ্ধার করলো শুল্ক গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ সি নম্বর রোডের ২৮৮ নম্বর বাড়ির সামনে থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল ইসলাম খান জানান, যে বাড়ির সামনে গাড়িটি পাওয়া গেছে তার মালিক এসকে আবু বাকের। গাড়িটি তার ছেলে এরিক মোরশেদের। গাড়ির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো ঘ ১৪-৪৭২৭। তবে বিআরটিএর সঙ্গে যোগাযোগ করে জানা গেছে নিবন্ধন নম্বরটি ভুয়া।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গাড়িটি কারনেটের মাধ্যমে আনা হয়েছে। শর্তানুযায়ী এই গাড়ি ফেরত যায়নি। গাড়ির মূল্য প্রায় ২ কোটি টাকা।
আর/কে