ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

কয়েকটি দেশে হঠাৎ বন্ধ ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৯ মে ২০১৭ , ০৫:২০ পিএম


loading/img

এশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশের কয়েকটি দেশে ফেসবু্ক লগইন-এ সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার এ নিয়ে অনেকেই টুইটারে পোস্ট দিয়েছেন। তবে প্রায় আধা ঘণ্টা পর লগইন করতে পেরেছেন ব্যবহারকারীরা।

ডেইলি মেইল অনলাইনের প্রতিবেদনে জানায়, মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ আরো কয়েকটি দেশের ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েছেন। পরে ৭টা ৫০ মিনিটের দিকে সমস্যার সমাধান হয়।

বিজ্ঞাপন

তবে কেন এ সমস্যা হয়েছে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।

এদিন লগইন করার পর হোমপেজে ‘সরি সামথিং ওয়েন্ট রং...’ দেখেছেন ব্যবহারকারীরা।

এ নিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশের অফিসিয়াল টুইটার পেজে মজা করে পোস্ট করা হয়- ‘ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না, এটি আপনাদের জানাচ্ছি না। আপনারা দুপুরে কী খাচ্ছেন এটি আমরা এখন কীভাবে জানবো?’

বিজ্ঞাপন

টুইটারে আরেকজন লিখেছেন, ‘ফেসবুক বন্ধ: আসা না পর্যন্ত রিফ্রেশ বাটন ক্লিক করতে থাকুন। এটিই আমি পেয়েছি।’

চলতি বছরে প্রথম তিন মাসের রিপোর্ট অনুযায়ী প্রতিদিন ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ১৩০ কোটি। আর প্রতিমাসে ১৯৪ লাখ লোক এতে লগইন করেন। আর এ বছরের মাঝামাঝি সময় ২০০ কোটি পার হবে এর ব্যবহারকারীর সংখ্যা।

ওয়াই/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |