তাইওয়ানের আকাশসীমায় ফের অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েছে চীন। সোমবার (৪ অক্টোবর) চীনের বিমান বাহিনীর ৫৬টি যুদ্ধবিমান তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করে। দেশটির আকাশসীমায় চীনা বিমান বাহিনীর এটিই সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই ঘটনার পর ‘দায়িত্বজ্ঞানহীন ও প্ররোচনামূলক’ কর্মকাণ্ড বন্ধ করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে তাইওয়ান। তবে তাইওয়ানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন।
তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ বলে মনে করে চীন। অপরদিকে বেইজিংয়ের প্রদেশ নয়, বরং তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র মনে করে। পূর্ব এশিয়ার একটি দ্বীপ তাইওয়ান চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। গত এক বছরের বেশি সময় ধরে চীন বার বার তাদের আকাশসীমা লঙ্ঘন করছে বলে অভিযোগ তাইওয়ানের। গত শুক্রবার থেকে তাইওয়ানের প্রতিরক্ষা সীমানার মধ্যে প্রায় ১৫০টি যুদ্ধবিমান পাঠিয়েছে চীন।
তাইওয়ান সরকারের বরাত দিয়ে বিবিসি জানায়, তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘনের সর্বশেষ ঘটনায় সোমবার চীনের ৫৬টি যুদ্ধবিমান দ্বীপ অঞ্চলটির প্রতিরক্ষা সীমানায় প্রবেশ করে। তাইওয়ান প্রাণালীতে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টে বেইজিংকে অভিযুক্ত করেছে তাইওয়ানের চীন বিষয়ক প্রধান নীতিনির্ধারণী পরিষদ মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল (এমএসি)।
পি