সৌদি জোটের হামলায় ১৩৮ হুথি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ১১:০৯ এএম


সৌদি জোটের হামলায় ১৩৮ হুথি নিহত
ছবি: সংগ্রহীত

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ১৩৮ হুথি নিহত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৭ নভেম্বর) দেশটি কেন্দ্রীয় শহরের মারিবের জুবা ও আল-কাসারাহতে এ ঘটনা ঘটে।

সৌদি জোট এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ২৯টি বিমান হামলার মাধ্যমে হুথিদের ১৭টি সামরিক যান সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সূত্র: আরব নিউজ

আরএ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission