চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত দলের সংগ্রহ ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৬ রান।
ইনিংসের শুরু থেকেই উদ্ধোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকার আক্রমণাত্মক স্টাইলে খেলতে থাকেন। ষষ্ঠ ওভারের প্রথম বলে ১৯ রান করে আউট হন সৌম্য।
২২ বলের ওই ইনিংসে ৩ টি বাউন্ড্রি হাঁকান সৌম্য। জুনাইদ খানের বলে বাবর আজমের হাতে তালু বন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তামিমের সঙ্গে ক্রিজে আছেন টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস।
এর আগে শনিবার ইংল্যান্ডের এজবাস্টন বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে মাশরাফি বাহিনীর প্রথম প্রস্তুতি ম্যাচ এটি। আসছে ৩০ মে ভারতের বিপক্ষে খেলবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।
বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ বড় আসরে অংশ নিতে বৃহস্পতিবার বার্মিংহামে পৌঁছেছেন টাইগাররা। একদিন বিশ্রামের পরই মাঠে নামছেন তারা।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশন একেবারে ভিন্ন বলে পাকিস্তান ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটিকে বড় করে দেখছেন টাইগার অধিনায়ক মাশরাফি। পাকিস্তানের বিপক্ষে জয়-পরাজয় যাই হোক, শতভাগ প্রস্তুতিটা তাই বড় প্রাপ্তি হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান স্কোয়াড:
সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), আহমেদ শেহজাদ, ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ফখর জামান, মোহাম্মদ আমির, শাদব খান, ওয়াহাব রিয়াজ, আজহার আলী, ফাহিম আশরাফ, হাসান আলী, জুনায়েদ খান।
ওয়াই/