ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গেলো ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রাঘাতে ২৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান।
বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, আটটি জেলায় বজ্রাঘাতে প্রাণ হারিয়েছে ১৮ জন। অন্যরা রাজ্যের ওয়েস্ট চাম্পারান জেলায় ঝড়ের কারণে দেয়াল ধসে মারা গেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা বলেন, ‘বজ্রঘাতে প্রাণ হারানো ১৮ জনের মধ্যে ইস্ট চাম্পারান জেলায় পাঁচজন, জামুই জেলায় চারজন, ওয়েস্ট চাম্পারান জেলায় একজন, মুঙ্গের, ভাগলপুর ও মাধেপুরা জেলায় দুজন করে এবং বৈশালী ও সামাস্তিপুর জেলায় একজন করে মারা গেছে।’
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনোজ কুমার গণমাধ্যমকে বলেন, বিহারের ওয়েস্ট চাম্পারান জেলায় ঝড়ে দেয়াল ধসে আরো পাঁচজন প্রাণ হারিয়েছে। রাজ্য সরকার এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেককে চার লাখ রুপী করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।
এপি/সি