ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ফ্রেঞ্চ ওপেন

তৃতীয় রাউন্ডে জকোভিচ-নাদাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০১ জুন ২০১৭ , ১১:২৩ এএম


loading/img

ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন নোভাক জকোভিচ ও রাফায়েল নাদাল। নিজ নিজ প্রতিপক্ষকে সরাসরি সেটে হারিয়ে এ রাউন্ড নিশ্চিত করেন তারা।

বিজ্ঞাপন

রোঁলা-গ্যাঁরোর সুজান লেংলেন কোর্টে পর্তুগালের জোয়া সুসাকে হারান টেনিসের দ্বিতীয় বাছাই জকোভিচ। প্রথম সেট ৬-১ গেমে জেতার পর দ্বিতীয় সেটে কিছুটা প্রতিরোধের মুখে পড়েন এ সার্বিয়ান তারকা। তবে ৬-৪ ও ৬-৩ গেমে পরের দু’সেট নিজের করে নেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জকোভিচ।

অন্যদিকে, ফিলিপ শাটরির কোর্টে নেদারল্যান্ডের রবিন হাসকে ৬-১, ৬-৪ ও ৬-৩ গেমে হারিয়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। বেশ আয়েশেই জয় তুলে পরবর্তী ধাপে পা রাখলেন নয় ফ্রেঞ্চ ওপেনের মালিক।

বিজ্ঞাপন

এছাড়া পুরুষ এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন ডোমিনিক থিয়েম, মিলোস রাওনিক, গ্রিগর দিমিত্রভ ও ডেভিড গফিন।

এদিকে নারী এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন ভেনাস উইলিয়াম, ক্যারোলিন ওজনিয়াকি, গ্যাব্রিনে মুগুরুজা, ক্রিস্টিনা ম্লাদেনোভিচ ও সভেতলানা কুজনেতসোভা।

তবে অঘটনের শিকার হয়েছেন স্লোভাকিয়ান তারকা ডমিনিকা চিবুলকোভা। ১শ’ ১৪তম বাছাই তিউনিশিয়ার ওনস জাবুরের কাছে সরাসরি সেটে হেরেছেন সপ্তম বাছাই চিবুলকোভা।

বিজ্ঞাপন

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |