রাজধানীর দারুস সালাম থেকে নয়টি পিস্তল ও একটি শুটারগানসহ আলাউদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
বুধবার রাতে দারুস সালাম থানার এলাকায় অভিযান চালিয়ে পেশাদার অস্ত্র ব্যবসায়ী আলাউদ্দিনকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
সিটিটিসি’র অতিরিক্ত উপ-কমিশনার আসাদুজ্জামান বলেন, আলাউদ্দিন মুম্বাই থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতা থেকে বেনাপোল হয়ে বুধবার ঢাকায় আসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুস সালামে অভিযান চালিয়ে ৯টি পিস্তল ও একটি শুটারগানসহ তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতেই আলাউদ্দিনের বিরুদ্ধে দারুস সালামা থানায় মামলা হয়েছে।
বিস্তারিত আসছে..............
আর/ এমকে