ঢাকাবৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

দুঃস্মৃতি ভুলে মাঠে নামছে মাশরাফিরা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০১ জুন ২০১৭ , ১২:৫৮ পিএম


loading/img

চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ওভালে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। দু’দলই এ ম্যাচ জিতে এগিয়ে যেতে চায় টুর্নামেন্টে।

বিজ্ঞাপন

মূল প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে ৩৪১ রান করেও শেষদিকে নাটকীয়ভাবে ২ উইকেটে হেরেছে টাইগাররা। আর শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে লজ্জাজনকভাবে ২৪০ রানের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধরা।

তবে প্রস্তুতি ম্যাচের দুঃস্মৃতি ভুলে ইংলিশদের বিপক্ষে মাঠে নামতে চায় মাশরাফিবাহিনী। সবশেষ ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় হাথুরুসিংহের দল।

বিজ্ঞাপন

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, আমি মনে করি; এটি আমাদের জন্য দারুণ সুযোগ। বিশ্বকে দেখানোর এটিই মোক্ষম সময়। প্রমাণ করার সময় এসেছে আমরাও ভালো খেলছি।

চ্যাম্পিয়নস ট্রফির আগে অন্য দলগুলো যেখানে প্রস্তুতি ম্যাচ খেলেছে, সেখানে ভিন্নপথে হেঁটেছে ইংল্যান্ড। তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে ওয়ানডে সিরিজ। সেই সিরিজে প্রোটিয়াদের নাস্তানাবুদ করে ছেড়েছে ইংলিশরা। এতে আত্মবিশ্বাসে বাড়তি জ্বালানি পেয়েছে তারা।

বাংলাদেশের সঙ্গে ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান বলেন, আমাদের লক্ষ্যে আমরা অবিচল। এ নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। এটেই দলের দারুণ শক্তির জায়গা।

বিজ্ঞাপন

র‌্যাঙ্কিংয়ের দিক থেকে ইংল্যান্ডের চেয়ে খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ। ইংলিশদের অবস্থান পাঁচে, আর বাংলাদেশ রয়েছে ৬ নম্বরে।

এখন পর্যন্ত ১৬টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দু’দল। এর মধ্যে ১৩টিতে জিতেছে ইংল্যান্ড। আর বাংলাদেশ ৩টিতে। কোনো ড্র নেই।

এমন পরিসংখ্যান নিয়েই বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় বড় ক্রীড়াযজ্ঞের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড। সেটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙ্গা টিভি ও স্টার স্পোর্টস ১। 

 

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |