হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে তার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত শনিবার এ হামলা চালানো হয়।
হাইতির গোনাইভের শহরের একটি গির্জায় এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।
এ ঘটনার একটি ভিডিও অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, প্রচণ্ড গোলাগুলির মধ্যে প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ও তার নিরাপত্তা দল চিৎকার করে গাড়ির দিকে ছুটছেন।
হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়।
প্রসঙ্গত, গত বছরের ৭ জুলাই রাতে হাইতিতে নিজ বাসভবনে বন্ধুকধারীদের হামলায় দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মইসি নিহত হন।
এনএইচ/টিআই