• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

দৈনিক জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিককে হত্যাচেষ্টা

আরটিভি নিউজ

  ২৫ ডিসেম্বর ২০২৪, ২৩:২৮
ছবি: আরটিভি

দৈনিক জনবাণীর সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলা করেছে দৃর্বৃত্তরা।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলামোটর এলাকায় প্লানাস টাওয়ার সংলগ্ন এলাকায় পত্রিকাটির কার্যালয়ের পাশে এ হামলা হয়।

জানা গেছে, হামলায় জনবাণীর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান ও অনলাইন মাল্টিমিডিয়া সম্পাদক আতাউর হোসেন আহত হন। সন্ধ্যা ৬টায় তাদেরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে সম্পাদক শফিকুল ইসলামের অবস্থা গুরুতর।

আহত সাংবাদিক বশির হোসেন খান বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ২০ থেকে জনের একটি দুর্বৃত্ত দল দেশীয় অস্ত্র, রড ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমরা কিছুই বুঝতে ওঠার আগেই আমাদের ওপর এ হামলা হয়। পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তারা আমাদের ওপর হামলা করে। হামলার ঘণ্টা খানেক আগে তারা জনবাণীর কার্যালয়ে এসে চাঁদা না পেয়ে হুমকি দিয়ে গিয়েছিল। তারা আমাদের অচেনা হলেও চেহারা দেখলে আমরা চিহ্নিত করতে পারব।

তিনি বলেন, আমরা বসুন্ধরা সিটি সেন্টার থেকে অফিসে যাচ্ছিলাম, আমাদেরকে অফিস না পেয়ে দুর্বৃত্তরা আমাদের খোঁজে বের হয়ে রাস্তায় পেয়ে হামলা চালায়।

পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে জানিয়ে বশির হোসেন খান বলেন, তারা (হামলাকারীরা) আমাদেরকে পেয়ে প্রথমে নাম জিজ্ঞেস করে। এরপর হামলা চালায়। এমনভাবে এসেছিল যে, মনে হয়েছে দূর থেকে কেউ দেখিয়ে দিয়েছে। হামলায় সম্পাদকের মাথা, হাত ও পিঠে ক্ষত হয়েছে। সম্পাদককে হত্যার জন্য টার্গেট করে এ হামলা চালানো হয়।

এ বিষয়ে শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর বলেন, পুলিশ ও সাংবাদিক আলাদা কেউ না। আমরা অভিযোগ পেয়েছি। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলি হামলায় গাজায় পাঁচ সাংবাদিক নিহত
চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যার ঘটনায় মামলা
আফগানিস্তানে পাকিস্তানের মুহুর্মুহু বিমান হামলা, নারী-শিশুসহ নিহত অন্তত ১৫
বৈশাখী টিভির ডিএমডি টিপু আলম মিলনের ওপর হামলা, আটক ৫