ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ট্রাম্পের ২ সন্তানকে নিউইয়র্কের আদালতে তলব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২ , ০৩:১৩ পিএম


loading/img
ছবি সংগৃহিত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই সন্তানকে নিউইয়র্কের একটি আদালতে তলব করা হয়েছে। তারা হলেন ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র ও তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।

বিজ্ঞাপন

সোমবার (৩ জানুয়ারি) মার্কিন গণমাধ্যমগুলো ট্রাম্পের সন্তানদের আদালতে হাজির হওয়ার খবর প্রকাশ করে।

নিউইয়র্ক আদালতের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ট্রাম্পের দুই সন্তানের ব্যবসা-সংক্রান্ত নথি চেয়ে আদালতে তলব করেন।

বিজ্ঞাপন

এর আগেও তাদের সম্পদের তথ্য চেয়ে একাধিকবার তলব করেন আদালত। কিন্তু তারা আদালতে হাজির হননি। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং ইভাঙ্কা ট্রাম্প এবারও আদালতে হাজির হতে অস্বীকার করেছেন, বলে এবিসি নিউজ জানিয়েছে।

মামলার আইনজীবী জানান, তদন্ত চলতে থাকবে, কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়।

উল্লেখ্য, ট্যাক্স ফাঁকি দিতে সম্পদের বিবরণীতে ভুল তথ্য দিয়েছে ট্রাম্প পরিবার। তাই তার সন্তানদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: আনাদোলু

বিজ্ঞাপন

এমএন/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |