রাঙামাটি যুবলীগ নেতা হত্যায় অগ্নিসংযোগ, ১৪৪ ধারা জারি

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০২ জুন ২০১৭ , ০৩:৫২ পিএম


রাঙামাটি যুবলীগ নেতা হত্যায় অগ্নিসংযোগ, ১৪৪ ধারা জারি

রাঙামাটির লংগদু উপজেলায় যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সেখানে লংগদুবাসির ব্যানারে আয়োজিত মিছিল থেকে পাহাড়ীদের অসংখ্য বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পর লংগদু উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার লংগদু উপজেলা থেকে ভাড়ায় মোটর সাইকেল চালক ও স্থানীয় সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়ন দুইজন যাত্রী নিয়ে দীঘিনালার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু দুপুরের পর দীঘিনালার চারমাইল এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে সন্ধ্যায় ফেসবুকে তার মরদেহের ছবি দেখে শনাক্ত করে পরিবার ও বন্ধুরা।

আজ (শুক্রবার) সকালে নয়নের মরদেহ লংগদুতে তার গ্রামের বাড়ি বাইট্টাপাড়া আনা হয়। সেখান থেকে লংগদুবাসির ব্যানারে কয়েক হাজার বাঙালি শোক মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিলো জানাজার উদ্দেশ্যে। এসময় ঝর্ণাটিলা এলাকার মারফত আলী নামের এক বাঙালির বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে এমন খবর আসে।

বিজ্ঞাপন

এই মিছিল থেকেই প্রধান সড়কের পাশের লংগদু উপজেলা জনসংহতি সমিতির কার্যালয়সহ আশেপাশের পাহাড়ীদের বাড়িঘরে ব্যাপক অগ্নিসংযোগ করা শুরু হয়। পাহাড়ী অধ্যুষিত তিনটিলা পাড়ার ব্যাপক অগ্নিসংযোগ করা হয়।

উপজেলা জনসংহতি সমিতির সাধারন সম্পাদক মনিশংকর চাকমা জানিয়েছেন, এখানের একটি ঘরও অবশিষ্ট নেই। প্রায় দুইশতাধিক বাড়ীঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

তিনি বলেন, এই হত্যার ঘটনার সাথে তো আমাদের কোন সম্পৃক্ততা নেই,আমরা তো কিছুই জানিনা, তবুও কেনো আমাদের বাড়ি ঘর আগুনে পোড়ানো হলো জানিনা।

বিজ্ঞাপন

লংগদু উপজেলা সমঅধিকার আন্দোলনের সভাপতি খলিলুর রহমান বলেন, আমরা লংগদুবাসির ব্যানারে সর্বদলীয়ভাবে নয়নের লাশ গোসল শেষে জানাজার জন্য উপজেলা সদরের মাঠের দিকে যাচ্ছিলাম। হঠাৎ খবর আসে ঝর্ণাটিলায় একটি বাঙালি বাড়িতে অগ্নিসংযোগের খবর আসায় মিছিলের উত্তেজিত লোকজন জনসংহতি সমিতির কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে, পরে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান জানিয়েছেন, আমি বিষয়টি জানার সাথে সাথেই লংগদু উপজেলায় ১৪৪ ধারা জারি করেছি। আইনশৃংখলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে এবং আইনশৃংখলাবাহিনী সর্বোচ্চ সতর্কবস্থায় আছে।

এদিকে যুবলীগ নেতা নয়নকে হত্যার প্রতিবাদে রাঙামাটি জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক নুর মোহাম্মদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছাওয়াল উদ্দিন, পৌর যুবলীগের সভাপতি আবুল খায়ের ,জেলা মৎসজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া,

একই ঘটনার প্রতিবাদে  শহরে বিক্ষোভ মিছিল  ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। সমাবেশ থেকে ৪৮ ঘন্টার মধ্যে নয়নের খুনিদের গ্রেপ্তার করা না হলে পার্বত্য চট্টগ্রামকে  অচল করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।

 

জেএইচ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission