মাত্র ১শ’ ৫০ টাকার জন্য জীবন গেলো নরসিংদীর কলেজ ছাত্র মো. ইসমাইল হোসেনের। ৩০ মে বিকেলে গ্রামের তেঁতুলতলায় ইসমাইলের সঙ্গে পাওনাদারদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা শাবল দিয়ে ইসমাইলের মাথায় আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে ইসমাইলের অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই আইসিইউতে গেলো পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর রোববার মারা যান।
বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘব গ্রামের আবদুল আউয়ালের ছেলে ইসমাইল। তিনি হাড়িসাংগান কারিগরি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র।
ইসমাইলের স্বজনরা জানায়, বীরবাঘব গ্রামের আবদুল ছাত্তারের ছেলে আলমগীর, নজরুলের ছেলে ফয়সাল, ফাইজউদ্দীনের ছেলে সোহরাব, কাঞ্চন মিয়ার ছেলে শাহাদৎ হোসেন, লিয়াকত আলীর ছেলে মেহেদী, রাজু মিয়ার ছেলে সোহরাব নিহত ইসমাইলের কাছে ১৫০ টাকা পেতেন।
ইসমাইলের হত্যাকারীরা সবাই স্থানীয় বিএনপিকর্মী হিসেবে পরিচিত উল্লেখ করে এলাকাবাসীরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মো. বদরুল আলম খান জানান, নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কে/ এমকে