২০১৭-১৮ অর্থ বাজেটে আমদানীকৃত স্ক্র্যাপ জাহাজের ওপর টনপ্রতি ৫ হাজার টাকা ভ্যাট বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইকেলার্স এসোসিয়েশন।
সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের কার্যনির্বাহী সদস্য আবুল কাশেম জানান, স্ক্র্যাপ শিপ আমদানীর ওপর পূর্বে আরোপিত কর ছিল প্রতি টনে ২ হাজার ৫শ' টাকা। বর্তমান বাজেটে প্রতি টনে ৫ হাজার টাকা বৃদ্ধি করে ৭ হাজার ৫শ' টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে।
এতে প্রতি টনে ৫ হাজার টাকা কর বৃদ্ধি করা হয়েছে। এই অস্বাভাবিক কর বৃদ্ধির কারণে বর্তমান সরকারের 'ভিশন ২০২১' এবং ২০৪১ চরমভাবে বাধাগ্রস্থ হবে বলে জানান তিনি।
শিপ ব্রেকিং কার্যক্রমের মাধ্যমে দেশের ৫শ' রিরোলিং মিল ও স্টিল মিলসের ৭৫ শতাংশ কাঁচামাল যোগান দেয়া হচ্ছে।
এছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫ লক্ষ লোক এ শিল্পের ওপর নির্ভরশীল। কর কমানো না হলে লোহার রডের দামসহ নির্মাণ ব্যয় বৃদ্ধির কারণে দেশের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন স্থবির হয়ে পড়বে।
তিনি বলেন, কর হ্রাস করা না হলে এ শিল্প প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতির সম্মুখিন হবে এবং এর সঙ্গে জড়িত ৫ লক্ষাধিক লোক বেকারত্ব বরণ করবে। পাশাপাশি বিনিয়োগকৃত ব্যাংকসমূহ ক্ষতির সম্মুখিন হবে। সরকার রাজস্ব হারাবে। দেশের জিডিপির হার উল্লেখিত হারে হ্রাস পাবে বলে মনে করেন তিনি।
দেশব্যাপী সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যহত রাখতে আমদানীকৃত স্ক্র্যাপ জাহাজের ওপর ১৫শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানান তিনি।
এসময় সংগঠনের সভাপতি আবু তাহেরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসজে