ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

করোনায় আক্রান্ত ইরানের ৫০ এমপি 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৬ ফেব্রুয়ারি ২০২২ , ০২:১৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে ইরানে নতুন করে সংক্রমণ হু হু করে বাড়ছে। ইতোমধ্যে দেশটির পার্লামেন্টের প্রায় ৫০ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেই চলতি সপ্তাহে দেশটিতে স্বাস্থ্যবিধি মেনেই পার্লামেন্টের অধিবেশন শুরু হবে। যদিও গত বছরে একের পর এক এমপি করোনায় আক্রান্ত হওয়ায় দুই সপ্তাহের জন্য অধিবেশন স্থগিত করা হয়েছিল।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, দেশটিতে গত কয়েক দিনে গড়ে প্রতিদিন ৩০ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়েছে। করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট ৬৫ লাখ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৩২ হাজার ৫০০ জন।

বিজ্ঞাপন

 উল্লেখ্য, ইরানে এখন পর্যন্ত ৫ কোটির বেশি মানুষ করোনা দুই ডোজ টিকা গ্রহণ করেছেন। এ ছাড়া ১ কোটি ৯০ লাখের বেশি মানুষ ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করেছেন। সূত্র: সিএনএন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |