'বস টু' ছবির মুক্তি অনিশ্চিত

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০৭ জুন ২০১৭ , ০৫:৫৭ পিএম


'বস টু' ছবির মুক্তি অনিশ্চিত

আসছে ঈদে আওয়াজের ছবি 'বস টু'। যৌথ প্রযোজনার নীতিমালা মানা হয়নি বলে 'বস টু' ছবিতে এমন অভিমত জানিয়েছে এ সংক্রান্ত প্রিভিউ কমিটি। অভিযোগ উঠেছে ছবিতে ভারত-বাংলাদেশের শিল্পী সংখ্যায় ভারসাম্য রাখা হয়নি। মঙ্গলবার ছবিটি দেখেছে প্রিভিউ কমিটি।

বিজ্ঞাপন

এ ব্যাপারে কমিটির সদস্য নাসির উদ্দিন দিলু বলেন, যৌথ প্রযোজনার ছবিতে দুই দেশের সমান সংখ্যক শিল্পীর যে সমতা রাখার নীতি আছে তার লঙ্ঘন দেখতে পেয়েছি। এ ব্যাপারে প্রিভিউ কমিটি বিএফডিসির এমডির মাধ্যমে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেবে।

২০১৩ সালে কলকাতায় জিত ও শুভশ্রী অভিনীত 'বস' ছবিটি মুক্তি পায়। এটি তামিল ছবির রিমেক ছিল। তবে দ্বিতীয় কিস্তির কোনো ছবির রিমেক না এমনটাই জানিয়েছেন জিত। 

বিজ্ঞাপন

জিত, ফারিয়া ও শুভশ্রী ছাড়া আরো অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, অমিত হাসান, সীমান্ত।

পরিচালনা করেছেন বাবা যাদব। যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড।

এর আগে 'আল্লাহ মেহেরবার' গানটি নিয়ে সমালোচনার মুখে পড়ে প্রযোজনা প্রতিষ্ঠান। লিগ্যাল নোটিশের প্রেক্ষিতে গানটিকে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission