ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

প্রধানমন্ত্রী সুইডেন যাচ্ছেন ১৩ জুন

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৮ জুন ২০১৭ , ০৮:৫৪ পিএম


loading/img

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দিনের দ্বিপক্ষীয় সফরে সুইডেন যাচ্ছেন ১৩ জুন সোমবার। দ্বিপক্ষীয় এ সফরটি হবে ১৫ ও ১৬ জুন।

বিজ্ঞাপন

সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লফভেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও দেশটির রাজা কার্ল সিক্সটিন গোশতাফের সঙ্গে সৌজন্য দেখা করবেন প্রধানমন্ত্রী। তবে তার পূর্ণাঙ্গ সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সুইডেন সফরে যাবার পথে লন্ডনে একদিন যাত্রা বিরতি করবেন প্রধানমন্ত্রী। পারিবারিক পরিবেশেই ২৪ ঘণ্টার বেশি সময় কাটাবেন তিনি। দেশটিতে কোনো সরকারি কর্মসূচি নেই তার।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সফর প্রস্তুতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আনুষ্ঠানিক কোনো চুক্তি বা সমঝোতা নয়, বরং দু’দেশের সম্পর্কের সব বিষয়ই উঠে আসবে দু’সরকার প্রধানের বৈঠকে।

ওই কর্মকর্তা জানান, বৈঠকে যেসব বিষয়ে ঐকমত্য বা সিদ্ধান্ত হবে, তা নিয়ে একটি যৌথ ঘোষণা সই হবে। ওই ঘোষণার আলোকেই আগামীতে দিনে ঢাকা-স্টকহোম সম্পর্ক এগিয়ে যাবে।

শেখ হাসিনার তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হবার পর প্রথমবারের মতো তিনি সুইডেন প্রথম সফর করবেন। আগের সরকারের মেয়াদেও তিনি দেশটিতে যান।

বিজ্ঞাপন

কে/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |