ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

জর্ডানে রোজায় জনসম্মুখে খাবার খেলে একমাস দণ্ড

আরটিভি অনলাইন ডেস্ক

শনিবার, ১০ জুন ২০১৭ , ০১:০৬ পিএম


loading/img

পবিত্র রমজানে আরটিভির নিয়মিত আয়োজন `রমজান দেশে দেশে’র আজকের পর্বে থাকছে জর্ডানের কথা।

বিজ্ঞাপন

এশিয়ার পশ্চিমাংশের আরব দেশ জর্ডান। জনসংখ্যা প্রায় ৯৯ লাখ। মোট জনসংখ্যার ৯২ শতাংশই সুন্নি মুসলমান।

রমজান এলে জর্ডানজুড়ে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে দেশটির বিভিন্ন শহরে নানা রঙের বাতি জ্বলালো হয়। অফিসগুলোতে সময় কমিয়ে কাজ চলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

বিজ্ঞাপন

রমজানে জর্ডানের বড় হোটেলগুলো ছাড়া সবখানে মদ বিক্রিতে থাকে নিষেধাজ্ঞা। এটি না মানলে আইনি জটিলতার মুখোমুখি হতে হয়।

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসম্মুখে খাবার খেলে একমাসের কারাদণ্ড বা গুণতে হয় ২৫ দিনার জরিমানা।

এছাড়া জর্দানে ইফতার টেবিলে থাকে নানা স্বাদের খাবার। এর মধ্যে খেজুর, জিলাপি, হালুয়া ছাড়াও যোগ হয় শরবত। রমজানজুড়ে চালের আটার তৈরি এক ধরনের পিঠার কদর বাড়ে রাজধানী আম্মানে।

বিজ্ঞাপন

মুসলমান বন্ধুদের সঙ্গে মিল রেখে রোজা রাখেন অন্য ধর্মের মানুষরা। একসঙ্গে করেন ইফতারও।

জর্দানে সেহরির সময় রোজদারদের জাগিয়ে দেয়ার জন্য মধ্যরাতে বাজানো হয় `মুশাহারাতি’ নামের বাদ্যযন্ত্র। এছাড়া রীতি আছে গান গাওয়ারও।

আরকে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |