দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের প্রেমের সম্পর্কের কথা কে না জানে। কিন্তু দীপিকার সঙ্গে প্রেম করতে করতেই নাকি ক্যাটরিনা কাইফের সঙ্গেও ঘনিষ্ঠ হতে শুরু করেন রণবীর। অশান্তি শুরু হয় সেখান থেকেই। এ সম্পর্ক হাতে নাতে ধরে ফেলেন দীপিকা। আর এ থেকেই ফাটল ধরতে শুরু করে দীপিকা ও রণবীর কাপুরের সম্পর্কে। দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের মধ্যেও তৈরি হয় শীতল সম্পর্ক।
আবার দীপিকাও রণবীর সিং’র সঙ্গে নতুন করে প্রেমর সম্পর্কে জড়িয়ে পড়েন।
তবে এরইমধ্যে রণবীর সিং’র কাছে প্রস্তাব আসে বার বার দেখোর পরিচালক নিত্য মেহরার নতুন ছবিতে কাজ করার জন্য। আর তার বিপরীতে থাকবেন ক্যাটরিনা। কিন্তু রণবীর ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব। শোনা যাচ্ছে দীপিকাকে খুশি করার জন্যই নাকি রণবীর ক্যাটরিনা সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
এমনিতে রণবীর সিংহ ও ক্যাটরিনার সম্পর্ক খারাপ নয়। ইনস্টাগ্রামে রণবীরকে ফলোও করেন ক্যাট।
তবে ছবি প্রত্যাখ্যানের বিষয়টি নিয়ে রণবীরের মুখপাত্র জানান, দীপিকার জন্য রণবীর ক্যাটরিনার সঙ্গে কাজ করতে চাননি এ ধরনের খবরের কোনো সত্যতা নেই।
এদিকে একের পর এক হিট ছবি দিয়ে ক্যারিয়ারের শীর্ষ অবস্থানে আছে দীপিকা।অপর দিকে রণবীর কাপুর ও ক্যাটরিনার ক্যারিয়ারের দীর্ঘদিন কোনও হিট ছবি নেই।
আরকে/এমকে