ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১২ জুন ২০১৭ , ০২:১৭ পিএম


loading/img

ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল জাভা দ্বীপের দক্ষিণ উপকূলের অদূরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার আঘাত হানা এ ভূকিম্পের মাত্রা  ৬ দশমিক ৩। দেশটির আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে। 

বিজ্ঞাপন

তবে এখন পর্যন্ত এতে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
 
স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ওয়েস্ট জাভা প্রদেশের সুকাবুমি নগরী থেকে ১৭৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
 
ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি (বিএনপিবি) টুইটারে জানিয়েছে, ভূমিকম্পটি জাকার্তায়ও অনুভূত হয়েছে। কেন্দ্রস্থল সেখান থেকে ২শ’ কিলোমিটার উত্তরে অবস্থিত।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা আরো জানায়, এই ভূমিকম্পে সুনামির কোনো লক্ষণ নেই। 

বিজ্ঞাপন

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ১০ কিলোমিটার গভীরে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। 

এপি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |