কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
সোমবার (১৪ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১২ মার্চ) দেশটির অন্টারিও প্রদেশে এ হতাহতের ঘটনা ঘটে। এতে পাঁচ ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে কানাডার ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়া এক টাইটারে হতাহতের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহতরা গ্রেটার টরেন্টো এবং মন্টেরিয়াল এলাকার ছাত্র। হাইওয়েতে এমন দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি