ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের এক পাশের গ্রিল ভেঙ্গে প্রাইভেট কার ঢুকে পড়ায় ভাস্কর্যের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার সকালে এক তরুণী গাড়ি চালানোর সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-গ ৩৯-৯৪০৯ প্রাইভেট কারটিতে থাকা দুই তরুণীর একজন গাড়িটি চালাচ্ছিলেন। যার গতিবেগ ছিল অনেক বেশি। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাজু ভাস্কর্যের সীমানার মধ্য উঠিয়ে দেন চালক।
এতে ভাস্কর্যের চারপাশে দেয়া রেলিং/বাউন্ডারির এক পাশ ভেঙে যায়। এতে গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি। পরে গাড়িটি জব্দ করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ জানান, প্রাইভেট কারটি এখন শাহবাগ থানায় আছে। তাদের পরিবারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।
আর/এমকে