আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরকে ভালোই ভুগিয়েছে বৃষ্টি। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশ-ভারত সেমিফাইনাল শুরুর আগে এ নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তবে সুসংবাদ যে বার্মিংহামে আজকের আবহাওয়া ভালো থাকবে।
বিজ্ঞাপন
বিবিসি জানাচ্ছে, এজবাস্টনের আজকের আবহাওয়া শুষ্ক থাকবে। রৌদ্র খেলা করবে আকাশে। আবহাওয়ার পূর্বাভাসে তাই বলা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস।
এরই মধ্যে বাংলাদেশ-ভারতের খেলা শুরু হয়েছে। দু’দলের মহারণে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে ভারত।
বিজ্ঞাপন
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথমে ব্যাট করতে নেমে ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২১ রান করেছে বাংলাদেশ। তামিম ৬ ও সাব্বির ১৫ রান নিয়ে ব্যাট করছেন।
ডিএইচ