রাজধানীর রূপনগরে এক তরুণীর দায়ের করা মামলায় চলচ্চিত্র অভিনেতা তানভীর তনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রূপনগর আবাসিক এলাকার ৯ নং রোডের ওয়ালটন ভবনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
এর আগে সকালে রূপনগর থানায় তনুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই তরুণী।
রূপনগর থানার ওসি শহিদুল আলম বলেন, ২৫ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তানভীর তনুর। এরপর সে তাকে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেয়। গেলো ৬ মে দেখা করার কথা বলে তাকে বাসায় ডেকে আনে। সেখানে তনু ওই তরুণীকে ধর্ষণ করেন। ওই তরুণী মামলার এজাহারে তা উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
এইচএম