বৃষ্টিতে কাপ্তাই হ্রদে বাড়ছে পানির পরিমাণ। পানি ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলে শুক্রবার রাত থেকে কাপ্তাই পানি বিদুৎ কেন্দ্রের স্প্রিলওয়ের ১৬টি গেট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেয়া হচ্ছে।
বিজ্ঞাপন
গেলো কয়েকদিন ধরেই কাপ্তাই লেকে পানির পরিমাণ বাড়ায় পিডিবি কর্তৃপক্ষ এই সিদ্বান্ত নেয়। বর্তমানে লেকে পানির পরিমাণ ১০৩ দশমিক ৭০ মিনস সি লেভেল।
ধারণক্ষমতার চেয়ে পানি বেশি হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান পানি বিদুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুর রহমান।
বিজ্ঞাপন
এসএস