যশোরের শার্শা উপজেলায় বজ্রাঘাতে ভাই-বোন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাদের মা।
বিজ্ঞাপন
নিহতরা হলেন সবুরা খাতুন (২০) ও তার ভাই মাসুদ হোসেন (১৪)। আহত নারীকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার কায়বা গ্রামে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তারা ওই গ্রামের বাসিন্দা রেজাউল ইসলামের সন্তান।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, শনিবার রাতে বৃষ্টির সময় কায়বা পশ্চিমকোটা গ্রামের রেজাউল ইসলামের বাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় তাদের মা আহত হলে তাকে উদ্ধার করে যশোরে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এসএস